1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জঙ্গিবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১ জুলাই, ২০২৩

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ও জঙ্গিবাদ মোকাবিলায় ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (১ জুলাই) গুলশানে হলি আর্টিজানে নিহতদের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করবে ভারত।’

ভারতীয় হাই কমিশনার ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

হলি আর্টিজান হামলার ৭ বছর

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় নব্য জেএমবির একটি সশস্ত্র দল। জঙ্গিদের হামলায় দেশি-বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ ২২ জন প্রাণ হারান।

পরদিন ২ জুলাই সকালে অপারেশন থান্ডারবোল্ট নামে কমান্ডোদের এক অভিযানে পাঁচ জঙ্গির লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এক রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার ও পালিয়ে বের হয়ে আসার পর হাসপাতালে আরেক রেস্টুরেন্ট কর্মীর মৃত্যু হয়।

আলোচিত এই ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একযোগে ব্যাপক অভিযান শুরু করে। বিশেষ করে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসির ধারাবাহিক অভিযানে গুলশান হামলায় অংশ নেয়া নব্য জেএমবির শীর্ষ একাধিক নেতার মৃত্যু হয়। গ্রেফতার করা হয় অনেক শীর্ষ ও মধ্যম সারির নেতাকে।


সর্বশেষ - জাতীয় সংবাদ