1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট চালু

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৪ জুলাই, ২০২৩

আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে সফলভাবে চালু হয়েছে।

রোববার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনটি আমিনবাজার গ্রিড উপকেন্দ্র থেকে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত করা হয়েছে।

গত ২৫ জুন এই লাইনের ১ম সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে চালু করা হয়েছিল। উভয় সার্কিট ৪০০ কেভিতে চার্জ করার কাজ সম্পন্ন হওয়ায় লাইনটি পূর্ণ সক্ষমতা অর্জন করলো।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে লেখেন, ২০০৯ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল ৮ হাজার সার্কিট কিলোমিটার। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের হাত ধরে বর্তমানে এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরিমাণ ১৫ হাজার ৪৬৭ সার্কিট কিলোমিটার ছাড়িয়ে গেছে।

একই সময়ে জাতীয় গ্রিড সাবস্টেশন ক্ষমতা ছিল মাত্র ১৫ হাজার ৮৭০ এমভিএ। বর্তমানে যার সক্ষমতা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৫ এমভিএ।

 


সর্বশেষ - জাতীয় সংবাদ