1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নির্বাচনে সুইডেনকে পর্যবেক্ষক পাঠাতে ঢাকার অনুরোধ 

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সুইডেনকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই আমন্ত্রণ পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (৩০ জুলাই) বিকেলে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুসারে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন হবে।

এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন সময়ে সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলাপ হয়।

এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করতেও আহ্বান জানান আব্দুল মোমেন।

সুইডেনকে বিশ্বস্ত বন্ধু আখ্যায়িত করেন আব্দুল মোমেন। এ সময়ে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামবিদ্বেষী যে কোনো কর্মকাণ্ডের নিন্দা জানায় তার দেশের সরকার। তারা এ ধরনের কাজ প্রত্যাখ্যান করেছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ