1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মৌলভীবাজারে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় কারেন্ট জাল মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর ইউনিয়নের কাননগো বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানের সময় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন উপজেলার হাকালুকি হাওড়পাড়ের কাননগো বাজারের অভিযান চালান।

এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুত রাখায় কাননগো বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন শনিবার সন্ধ্যায় বলেন, কাননগো বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ