1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

তামিল সিনেমা ‘পুষ্পাকে’ নকল করে বাংলাদেশে আসছিল ৮৫ কেজি গাঁজা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ভারতের তামিল সিনেমা ‘পুষ্পা’র জন্য সেরা অভিনেতার ক্যাটাগরিতে ‘জাতীয় পুরস্কার’ জিতেছেন অল্লু অর্জুন। সিনেমার সেই চরিত্রকে নকল করে পাচারের কাজ করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন এক পাচারকারী।

তার কাছ থেকে সব মিলিয়ে পাওয়া যায় ৮৫ কেজি গাঁজা, উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ টাকার গাঁজা।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম প্রীতম দাস। পুলিশ খবর পায় যে- প্রীতম একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে একটি বিশেষ দল তৈরি করে মাঠে নেমে যায় পুলিশ। বিভিন্ন সড়কের ওপর ওঁত পেতে থাকে একটি পিকআপ ভ্যানের জন্য। অবশেষে একটি পিকআপ ভ্যান এলে সেটিকে আটকায় পুলিশ। কিন্তু তল্লাশি চালিয়ে মেলে না মাদক। গাড়িভর্তি শুধু সবজি আর সবজি। কিন্তু খবর তো নিশ্চিত ছিল! এক পুলিশকর্মীর গাড়ির কুঠুরির উচ্চতা দেখে সন্দেহ হয়। সেখানে তল্লাশি চালাতেই গাঁজা ভর্তি প্লাস্টিকের ৫০টি প্যাকেট উদ্ধার হয়। সব মিলিয়ে পাওয়া যায় ৮৫ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় চালককে।

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। এর সঙ্গে বড় কোনো পাচার চক্র জড়িত রয়েছে বলে সন্দেহ স্থানীয় পুলিশের।


সর্বশেষ - জাতীয় সংবাদ