1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রোহিঙ্গা শিবিরের বাথরুম থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের বাথরুমে বিশেষ কায়দায় লুকানো আট হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় একটি বসতঘর থেকে ইয়াবা লেনদেনের এক লাখ টাকাও উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা।

শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে বালুখালীর ক্যাম্প-৮ ইস্ট এর বি/৬৩ ব্লক থেকে ওই ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এপিবিএন-৮ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালীর ক্যাম্প ৮-এর বি/৬৩ ব্লকের রোহিঙ্গা মো. শরিফের বসতঘরে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে শরিফ কৌশলে পালিয়ে যায়।

পরে শরিফের বসতঘরের বাথরুমে বিশেষ কায়দায় লুকানো একটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। আর ইয়াবা লেনদেনের নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়।

মো. কামরান হোসেন বলেন, শরিফ চিহ্নিত মাদককারবারি। শরিফ পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর উদ্ধার হওয়া মাদক ও টাকার আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ