1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কাপ্তাই হ্রদে ১৩২ দিন পর মাছ শিকার শুরু

কাপ্তাই প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ ১৩২ দিন পর মাছ শিকার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মধ্যরাতে এ নিষেধাজ্ঞা শেষ হয়।

কার্প জাতীয় মাছের প্রজনন বাড়াতে ২০ এপ্রিল থেকে তিন মাস বন্ধ থাকে কাপ্তাই হ্রদে মাছ শিকার। কিন্তু এ বছর হ্রদে পর্যাপ্ত পানিবৃদ্ধি না পাওয়ায় দুই দফা বাড়ানো হয় নিষেধাজ্ঞার মেয়াদ। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে এ নিষেধাজ্ঞা শেষ হলে মাছ শিকার শুরু হয়।

এর আগে জেলে পল্লীতে চলছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। জাল নৌকা প্রস্তুত শেষে নৌকায় যাত্রা করে হ্রদে দিকে। এবার প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর মাছ ধরা শুরু হয়েছে। তাই তাদের আশা, ভালো পরিমাণ মাছ ধরা পড়বে জালে।

ব্যবসায়ীরা জানায়, তারা আশা করছে এ বছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে। তাতে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন সূত্র থেকে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে ৬ হাজার ৫২৩ মেট্রিক টন মাছ আহরণ হয়েছে। সেখান থেকে রাজস্ব আদায় হয় ১১ কোটি ৬৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে আহরিত মাছের পরিমাণ ৫ হাজার ৫০৪ মেট্রিক টন। সেখান থেকে রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দীর্ঘ চার মাস ১২ দিন পরে ১ সেপ্টেম্বর হ্রদে মৎস্য আহরণ, বিপণন ও সংরক্ষণের নিষেধাজ্ঞা উঠেছে। এ বছর হ্রদের পানি থাকায় মৎস্য আহরণ আশানুরূপ হবে। এই দীর্ঘ বন্ধে জেলে ও ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, আমরা আশা করছি তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।’

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবন চালায় প্রায় ২৬ হাজার জেলে।


সর্বশেষ - জাতীয় সংবাদ