1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে হাজার ৯৭ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেকে পাশ হলে আগামী বছর স্থায়ী কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশেও এর বিচ্যুতি ঘটেনি। তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে।

তিনি আরও বলেন, প্রতিবছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। পাশাপাশি প্রতি আমাবশ্যা পূর্ণিমার জোতে সাগর কন্যা কুয়াকাটা সৈকত ভাঙতে ভাঙতে জিরো পয়েন্টে এসে পড়েছে। কুয়াকাটাকে রক্ষায় প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও তাতে কোন উপকারে আসে না। তাই সরকার কুয়াকাটাকে স্থায়ী ভাবে রক্ষা করতে ৯৭৫ কোটি টাকার স্থায়ী প্রকল্প হাতে নিয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ