1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

টিসিবির চুরি যাওয়া ১৪ হাজার লিটার তেল উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি যাওয়া বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) ১৪ হাজার ২০০ লিটার সয়াবিন তেল নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় তেল উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

চুরির সাতদিন পর পুলিশ তেল উদ্ধারে সক্ষম হলেও কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ৭৫০ কার্টন তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে যাওয়ার পথে চালকের যোগসাজশে তেল চোরচক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে রোববার (২ অক্টোবর) এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই তেল উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তেল উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ