1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সিঙ্গাপুরে বাংলাদেশ প্রবাসীদের রক্তদান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২ অক্টোবর, ২০২৩

সিঙ্গাপুরে রক্তদান কর্মসূচি পালন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। রোববার (১ অক্টোবর) সিঙ্গাপুর রেডক্রস সোসাইটির সহযোগিতায় সিঙ্গাপুর হেলথ সায়েন্স অথরিটির ব্লাড ব্যাংকে এ কর্মসূচি পালিত হয়।

রক্তদান কর্মসূচিতে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদানকারীর সংখ্যা ৭০ ছাড়িয়ে যায়। রক্তদান করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন শতাধিক প্রবাসী।

রক্তদান কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসবিএস’র ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মহসিন মিয়া ও রাকিব হাসানসহ এসবিএস’র সদস্যরা।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন এসবিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান সিদ্দিকী ও জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসবিএস’র ভাইস প্রেসিডেন্ট শাব্বীর আহাম্মদ খান, এসবিএস এডভাইজিং কমিটির চেয়ারম্যান হাফিজুর রহমান, কালচারাল সেক্রেটারি তৌহিদা রহমান টিনা।

এছাড়াও এসবিএস’র বর্তমান ও সাবেক নেতারা ও সিঙ্গাপুরে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম, সানোয়ার দিত্ত, মো. শাহ জামাল, আতাউল মজিদ, ক্যাপ্টেন এমদাদ হোসেন, মো. বাসসু মিয়া, মো. দেলোয়ার হোসেন, সংকর বাসুসহ অনেকে।


সর্বশেষ - জাতীয় সংবাদ