1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মে মাসের জন্য ৪৯ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে এ দাম।

এ উপলক্ষে আজ রাজধানীর কাওরান বাজার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘সৌদি আরামকো নির্ধারিত প্রতি টন প্রোপেন কিনতে হয়েছে ৫৮০ ডলার ও বিউটেন কিনতে হয়েছে ৫৮৫ ডলার। গড় হিসাব ধরা হয়েছে ৫৮৩ ডলার। সে হিসাবে ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৩. ৯২ টাকা।’

এর আগে গত এপ্রিলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪শ’ ৪২ নির্ধারণ করা হয়। আর তার আগের মাস অর্থাৎ মার্চে ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।


সর্বশেষ - জাতীয় সংবাদ