1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শিক্ষার্থীদের থেকে ‘হাফ ভাড়া’ নেবে বিআরটিসি

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার অর্ধেক নেয়ার দাবি আলোচিত। দফায় দফায় হচ্ছে পরিবহন মালিক ও পরিচালকদের সাথে যথাযথ মন্ত্রণালয়ের আলোচনা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের নেপথ্য কারিগর শেখ হাসিনাই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। বিআরটিসি বাসে ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিন ব্যাতিত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে।

খুব শীগ্রই এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করবেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ