1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নিখোঁজ ৬ জেলের সন্ধান মিলেছে ৫ মাস পর

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের বাহারছড়ায় সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ছয় জেলের সন্ধান মিলেছে। মিয়ানমারের কারাগারে থাকা ওই জেলেদের সঙ্গে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে মুঠোফোনে যোগাযোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন নিখোঁজ সলিম উল্লাহর ভাই ইফতি কায়সার।

তিনি বলেন, ‘আমার ভাই ও চাচাসহ নিখোঁজ ছয় জেলের সন্ধান পাওয়া গেছে। তারা বর্তমানে মিয়ানমারের কারাগারে বন্দি আছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ইফতি কায়সার আরও বলেন, ‘ঈদের দিনে এই খবরটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। দীর্ঘ পাঁচ মাস পর তাদের সন্ধান পেয়ে পরিবারে সুখের কান্না বয়ে যাচ্ছে।’

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘পাঁচ মাস আগে সমুদ্রে মাছ শিকারে গিয়ে হারিয়ে যাওয়া ছয় জেলের সন্ধান পাওয়া গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর কক্সবাজারের বাহারছড়া ইউনিয়ন থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ছয় জেলে নিখোঁজ হন। তারা রসদ নিয়ে পাঁচ দিনের জন্য সাগরে যান। কিন্তু, পাঁচ মাস পার হয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন—নাসির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪০), আবদুস সালামের ছেলে সলিম উল্লাহ (৩৮), সৈয়দ উল্লাহর ছেলে মুহাম্মদুর রহমান (২৮), সুলতান আহমদের ছেলে মো. সোহেল (২৭), আমির হোসেনের ছেলে আলী হোসেন (৩২) এবং সৈয়দ আলম (৩০)। পাঁচজনের বাড়ি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়ায়। একজনের বাড়ি শিলখালী গ্রামে।


সর্বশেষ - জাতীয় সংবাদ