1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দক্ষিণ আফ্রিকার ‘বাজে কীর্তি’ কি এড়াতে পারবে কাতার?

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
দক্ষিণ আফ্রিকার ‘বাজে কীর্তি’ কি এড়াতে পারবে কাতার?

স্বাগতিক হওয়ায় প্রথমবার বিশ্বকাপ খেলার স্বাদ পেতে যাচ্ছে কাতার। ঘরের মাঠে ওই বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে কাতার। তারা খেলবে ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। দলটির চ্যালেঞ্জ হবে গ্রুপ পর্ব পার হওয়া। কারণ বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে স্বাগতিক হয়েও গ্রুপ পর্ব পার হতে না পারার বাজে কীর্তি কেবল দক্ষিণ আফ্রিকার।

কাতারের বিশ্বকাপ দল

গোলরক্ষক: সাদ আল শেব, মেশাল বার্শিম, ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মোশাব খেদের, তারেক সালমান, বাসসাম আল রাওই, বাওয়ালেম খৈকি, আব্দেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমাম আহমেদ, জাসেম জাবের।

মিডফিল্ডার: আলী আসাদাল্লা, আসিম মাদিবো, মোহাম্মেদ ওয়াদ, সালেম আল হাজরি, মুস্তাফা তারেক, করিম বৌদিয়াফ, আব্দুলআজিজ হাতেম।

ফরোয়ার্ড: নাইফ আল হাদরামি, আহমেদ আলাদ্দিন, হাসান আল হেইদৌস, আকরাম আফিফ, আলমইজ আলী, মোহাম্মদ মুনতারি , খালেদ মৌনির।


সর্বশেষ - জাতীয় সংবাদ