1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে সৌদি ফুটবলের ইতিহাস গড়া জয়

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মধ্যপ্রাচ্যে মরুভূমির বুকে শুরু হওয়া কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়লো সৌদি আরব। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সৌদির কাছে ২-১ গোলে হারলো আলবিসেলেস্তারা।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টায় বহুল প্রত্যাশিত আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলা শুরু হয়।

খেলা শুরুর ২৬ মিনিটের মাথায় লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করায় সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের শুরুর দিকে মেসির স্পট-কিকে লিড নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে এশিয়ার দল সৌদি আরব দেখায় অসাধারণ নৈপুণ্য। সালেহ আল শেহরির লক্ষ্যভেদে সমতায় ফেরার পর তাদের পক্ষে জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। আর্জেন্টাইনদের হতাশ করতে এরপর চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন গোলরক্ষক মোহাম্মেদ আল ওয়াইস।

সৌদি আরব ৪-১-৪-১ ফর্মেশন দিয়ে খেলা শুরু করেছিল, যেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফর্মেশন নিয়েছেন। তাদের মধ্যে শর্ট পাস খেলে ব্যাক লাইন থেকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিলো আর্জেন্টিনা।

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

সৌদি আরবের একাদশ:

আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।


সর্বশেষ - জাতীয় সংবাদ