1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হত্যা ও গুম গুজব: পোশাকশ্রমিক জোসনাকে জীবিত উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

মিরপুরে শ্রমিক আন্দোলনে ‘‘হত্যার পর গুম’ হওয়া পোশাকশ্রমিক জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বুধবার (১ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে ঢাকার পল্লবীর কালশী এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজবকে কেন্দ্র করে বুধবার (১ নভেম্বর) কর্মীদের আন্দোলন দিনভর চলতে থাকে। পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে র‍্যাব। এ সময় শ্রমিকরা জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে অভিযান চালিয়ে পোশাক কারখানার শ্রমিক জোসনা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার এ বি এম মুজাহিদুল ইসলাম বলেন, জোসনা বেগম আহত হয়েছেন, এটা সত্য। তবে তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এটা সম্পূর্ণ গুজব।


সর্বশেষ - জাতীয় সংবাদ