1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞা : কড়া প্রতিক্রিয়া ঢাকার

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের ব়্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তা তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছে ঢাকা৷ নিষেধাজ্ঞার বিষয়ে ব্যাখ্যা জানতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

শনিবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘‘ব়্যাব ও ব়্যাবের সাবেক-বর্তমান প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাখ্যা জানতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷’’

তার মতে, এতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর৷ ব়্যাব সম্পর্কে পশ্চিমা দেশটির মন্তব্য ও নিষেধাজ্ঞা তথ্যভিত্তিক নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী৷
তিনি বলেন, ‘‘ব়্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দুঃখজনক৷ ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ তিনি নিজেও বিষ্মিত৷’’

অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘প্রতিটি ঘটনা ম্যাজিষ্ট্রেট দিয়ে তদন্ত করা হয়ে থাকে৷ কোনো সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়৷’’

তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি৷ তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে৷ আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না৷ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়৷’’

অভিযোগ নিয়ে ব়্যাব যা বলছে

এই প্রসঙ্গে বাহিনীটির লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তারা সব ধরনের আইন মেনেই অভিযান পরিচালনা করে আসছেন৷ অভিযান পরবর্তীতে মামলার তদন্ত করে পুলিশ এবং আদালতের মাধ্যমে তার নিষ্পত্তি হয়৷

খন্দকার আল মঈন বলেন, ‘‘আমরা যে কাজটি করছি সেটা সঠিক না ভুল, সেটার তদন্ত কিন্তু হয় পুলিশ করছে না হয় বিজ্ঞ আদালত করছে৷ বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে নয় হাজার বাহিনীর এই ফোর্সটির ২৮ জনকে জীবন দিতে হয়েছে৷ এর মধ্যে লে. কর্ণেল আজাদের মতো কর্মকর্তাও আছেন৷ আমাদের এক হাজার সদস্যের জখম হয়ে অঙ্গহানি হয়েছে৷ দুই হাজারের বেশি সদস্য আহত হয়েছেন৷ আমাদের মতো ক্যাজুয়ালিটি কিন্তু কম বাহিনীরই রয়েছে৷ আমাদের কাজ অনেক দেশের জন্যই রোল মডেল হিসেবে কাজ করছে৷ আমরা বাংলাদেশে জঙ্গিদের অবস্থান প্রায় জিরোর কাছাকাছি নিয়ে এসেছি৷’’

তিনি বলেন, ‘‘ব়্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে৷ বিষয়টি অফিসিয়ালি জানতে পারলে আমরা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব৷”
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘‘আইনের বাইরে গিয়ে পুলিশের কাজ করার কোন সুযোগ নেই৷ যদি কোথাও গোলাগুলি হয় সেখানে একজন ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে তদন্ত হয়৷ তদন্তে যদি কোন ব্যক্তি দায়িত্বে অবহেলা বা অন্য কোন অভিযোগ পাওয়া যায় সে অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হয়৷ ফলে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়৷’’

পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এমন শহীদুল হক বলেন, ‘‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই ধরনের নিষেধাজ্ঞার ফলে তো আর আইন শৃঙ্খলা বাহিনীর কাজ বন্ধ হয়ে যাবে না৷ তাদের কাজ করতে হবে৷ ১৭ কোটি মানুষের এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ৷ তবে হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে উন্নতি করার সুযোগ আছে, সে চেষ্টা তাদের অব্যহত রাখতে হবে৷ এই ধরনের নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয়, সে ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি৷’’


সর্বশেষ - জাতীয় সংবাদ