1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বন্ধ হয়ে যেতে পারে তাজমহল!

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

সম্পত্তি এবং পানি কর জমা করা হয়নি। তাই যেকোনও মুহূর্তে সিল করা হতে পারে তাজমহল। আগামী ১৫ দিনের মধ্যে কর জমা করার জন্য উত্তর প্রদেশ সরকার নোটিশ পাঠিয়েছে আর্কিওজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। না হলে বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের এই সপ্তম আশ্চর্য ও বিখ্যাত মুঘল স্থাপত্য।

আগ্রা পৌরসভার পক্ষ থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ১.৯ কোটি টাকা পানি কর এবং ১.৫ কোটি টাকা সম্পত্তি কর ফাঁকি দিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। ২০২১-২২ এবং ২০২২-২৩ সালের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আগামী ১৫ দিনের মধ্যে তাজমহল কর্তৃপক্ষকে এই বকেয়া পানি এবং সম্পত্তি কর জমা করতে বলেছে আগ্রা পৌরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে তাজমহল সিল করে দেবে সংস্থাটি।

নোটিশ হাতে পেয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পালটা অভিযোগ তুলেছে। এএসআই এর সুপারিন্টেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার প্যাটেল বলেন, ‘স্থাপত্য-ভাস্কর্যের উপর সম্পত্তি কর লাগু হয় না। তাছাড়া যেহেতু তাজমহল বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় না, তাই পানি কর দেওয়ারও কোনও প্রশ্ন ওঠে না। তাজমহলের বাউন্ডারির মধ্যেই সবুজায়ন বজায় রাখতে পানির ব্যবহার করা হয় শুধু। এই প্রথম সম্পত্তি এবং পানি করের নোটিস পাঠানো হল তাজমহলকে। সম্ভবত এটা ভুলবশত পাঠানো হয়েছে।’

আগ্রা পৌরসভা কমিশনার নিখিল ফান্ডে বলেন, ‘রাজ্যের জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম অনুযায়ী সম্পত্তি এবং পানি কর বকেয়া থাকলে নতুন করে নোটিশ পাঠানো হচ্ছে। এমনকি, সরকারি ভবনগুলোর ক্ষেত্রেও বকেয়া করের নোটিশ পৌঁছচ্ছে। নোটিস পাঠানো হয়েছে একাধিক ধর্মীয় স্থানেও। যদি এএসআইকে কোনও নোটিশ পাঠানো হয়েও থাকে, তবে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সহকারি পৌর কমিশনার এবং তাজগঞ্জ জোনের দায়িত্বে থাকা সরিতা সিং বলেন, ‘তাজমহলকে পাঠানো পানি এবং সম্পত্তি করের নোটিশ খতিয়ে দেখা হচ্ছে। GIS Survey মোতাবেক একটি থার্ড পার্টি বেসরকারি সংস্থা এই নোটিসগুলো পাঠিয়েছে।’

১৯২০ সাল থেকে তাজমহল একটি সংরক্ষিত হেরিটেজ স্থাপত্য। এই স্থাপত্যের উপর কোনওদিনই কোনও কর লাগু ছিল না। এমনকী, ব্রিটিশ আমলেও নয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

শাওমি স্মার্টফোনের মাদারবোর্ড তৈরি হচ্ছে দেশেই 

রেমিট্যান্সে সুবাতাস: ১৪ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার ৮০২ কোটি টাকা

কন্যারত্ন

নারীর ক্ষমতায়নে মুজিববর্ষে ‘কন্যারত্ন’: এক জেলায় ১৭২০ ‘কন্যারত্ন’

তিন ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক

ঈদ যাত্রা: ট্রেনের ৮ এপ্রিলের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ

ঢাকা-১৭ আসন: প্রথমবারের মতো সিসি ক্যামেরায় মনিটর হচ্ছে ব্যালটের ভোট

তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের স্থায়ী ক্ষতি করেছেন

মুন্সীগঞ্জে জব্দ হওয়া ২ টন জাটকা দেয়া হলো এতিমদের

নতুন আবিষ্কার: সমুদ্রের পানিতে জ্বলবে নবায়নযোগ্য বাতি

মার্কিন ভিসা পেতে পাসপোর্টে ‘জাল সিল’, গ্রেফতার ৬