1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হচ্ছে আধুনিক আইসোলেশন সেন্টার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে আধুনিক মানের হাসপাতালে উন্নীত করার লক্ষ্যে চলছে নানা পরিকল্পনা। বাড়ছে চিকিৎসা সরঞ্জাম এবং বহুতল ভবন। এমনকি আগামীতে এ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি মেডিক্যাল কলেজ হাসপাতাল করার মহাপরিকল্পনাও রয়েছে সরকারের। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি।

জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে এ হাসপাতালে শিগগিরই ২০ শয্যার আধুনিক আইসোলেশন সেন্টার হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের বিশেষ প্রকল্পের আওতায় আধুনিক মানের এ সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইসোলেশন সেন্টার গড়ে তুলতে স্বাস্থ্য অধিদফতরের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও সরেজমিনে পরিদর্শন করে গেছেন। কোভিড মহামারির মতো ভবিষ্যতে সংক্রামক রোগের চিকিৎসার জন্য পূর্বপ্রস্তুতি হিসেবেই এমন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১২ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ এবং ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপনের কার্যক্রম পরিদর্শনে আসে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। হাসপাতালের পুরনো কোভিড ওয়ার্ড বা মেডিসিন বিভাগের ১০ নম্বর ওয়ার্ডকে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হবে। যেখানে শয্যা থেকে শুরু করে আধুনিক সরঞ্জাম স্থাপন করা হবে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা মো. কাউসার বলেন, ‘এক সময় অবহেলিত ছিল ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। অথচ করোনা মহামারিতে এ হাসপাতালটি ছিল করোনা রোগীদের অন্যতম ভরসাস্থল। করোনায় সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পাওয়া গিয়েছিল এখানে। করোনার সময় থেকে এ হাসপাতালের চিকিৎসাসেবার সুনাম চট্টগ্রামজুড়ে ছড়িয়ে পড়ে।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হাসপাতালে আউটডোরে প্রতিদিন এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তবে শীতকালে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে আউটডোরে দৈনিক ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। একইভাবে ২৫০টি শয্যায় এতদিন রোগীর চাপের কারণে সিট খালি পাওয়া যায়নি। দৈনিক ২৫০ জনের বেশি রোগী ভর্তি থাকতেন। শীতকালে রোগী কিছুটা কমেছে। বর্তমানে রোগী ভর্তি থাকছেন ১০০ থেকে ১২০ জন করে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। ১৫ তলার একটি বহুতল ভবন করা হবে। সেটি হলে এটি ৫০০ শয্যায় উন্নীত হবে। তখন এটি মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে। এ ধরনের পরিকল্পনা রয়েছে। আশা করছি, দ্রুতই ভবনের কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘এই হাসপাতালে আধুনিক মানের নতুন ১০টি আইসিইউ শয্যা এবং ২০ শয্যার আধুনিকমানের আইসোলেশন সেন্টার স্থাপনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল সরেজমিনে এসে পরিদর্শন করে গেছেন। তবে হাসপাতালে ১৮ শয্যার আইসিইউ পূর্ব থেকে স্থাপন করা আছে। এ ছাড়াও হাসপাতালের জন্য ১০টি সিসিইউ এবং ১০টি ডায়ালাইসিস বেড দেওয়ার প্রস্তাবনা আছে। এগুলো পেলে রোগীরা এ হাসপাতাল থেকে আরও বেশি সেবা পাবেন।’


সর্বশেষ - জাতীয় সংবাদ