1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

প্রায় এক যুগের বেশি সময় পর ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইস ইনাসিও ডা সিলভা। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন এই বামপন্থী নেতা। রবিবার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

সাধারণের কাছে ‘লুলা’ নামে পরিচিত সিলভা ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

বলসোনারো সমর্থকরা লুলার ক্ষমতাহোরণ অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করতে পারে, এমন আশঙ্কার মধ্যে অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

লুলার শপথ গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সময় রোববার সকালেই স্থানীয় রাজপথগুলোতে নেমে আসেন তার সমর্থকরা। সাম্বা নৃত্যে লুলাকে বরণ করে নেন তারা।

ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, রবিবার ছুরি ও আতশবাজি নিয়ে উদ্বোধনের এলাকায় প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য শপথ অনুষ্ঠানে থাকেননি। গত শুক্রবার তিনি ব্রাজিল ছেড়ে গেছেন।

বলসোনারো তার সমর্থকদের অশ্রুসিক্ত বিদায় দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে উড়ে যান বলে জানা গেছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ