1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জাতীয় সংসদ নির্বাচন: বরগুনায় নৌবাহিনী ও বিজিবির টহল শুরু

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বরগুনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ক্যাম্প স্থাপন করে নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে নৌবাহিনী ও বিজিবি। এছাড়াও উপকূলীয় এ জেলায় টহল জোরদার করেছে তালতলী ও পাথরঘাটার কোস্টগার্ড।

শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন তারা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে দুটি আসনের ছয় উপজেলায় ৫২০ জন নৌবাহিনী ও সাত প্লাটুন বিজিবি কাজ শুরু করেছেন। এ ছাড়া কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ