1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চোরাই ও ছিনতাই মোবাইল ফোন কেনাবেচা চক্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল একটি চক্র। মূলহোতাসহ ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতা ব্যক্তিরা হলেন– মো. ফারুক মোল্লা (৫০), মো. ইমরান খান (২৪), মো. মিলন (২৫), মো. পারভেজ দফাদার (২২), মো. শাম্মু (৩২), মো. আবু হানিফ (৩০)। তাদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল। দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে এসব মোবাইল ফোন কিনে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো। এ অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


সর্বশেষ - জাতীয় সংবাদ