1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এদিন ‘বঙ্গবন্ধু’ উপাধি পেলেন তিনি

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

আজ ২৩ ফেব্রুয়ারি। বাংলার ইতিহাসের আরেকটি বিশেষ দিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের এক সংবর্ধনায় অবিসংবাদিত এই নেতা এ উপাধি লাভ করেন। সভায় উপস্থিত সবার সামনে এটি ঘোষণা দেন তোফায়েল আহমেদ। এর আগে ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান এবং আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তান সরকার কারাগারে প্রেরণ করে। মামলাটি ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলা নামে পরিচিত। সেই মামলায় অভিযোগ করা হয় যে বঙ্গবন্ধু কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ভারতের সঙ্গে মিলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছেন।

মামলার খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে বাংলা। ফলে শুরু হয় তীব্র আন্দোলন। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি না দেওয়া হলে প্রতিবাদের আগুন জ্বালানোর হুমকি দেওয়া হয়। আন্দোলনের চাপে পড়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ