1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশের জন্য বৈঠক করেছেন পিটার হাস, দাবি রাশিয়ার

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

সরকারের বিরুদ্ধে সমাবেশ করার জন্য অক্টোবরের শেষদিকে উচ্চ পর্যায়ের একজন বিরোধী নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছিলেন বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন। শনিবার (২৫ নভেম্বর) তার বক্তব্যের পুরো ইংলিশ অংশ প্রকাশ করে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস। এর আগে শুক্রবার শুধুমাত্র খণ্ডিত অংশ দিয়ে একটি এক্স (টুইট) বার্তা দিয়েছিলেন মারিয়া জাখারোভা।

মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।’

মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।”

তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে বিবেচনা করা যায়।’

মুখপাত্র বলেন, ‘রাশিয়ার মনে কোনও সন্দেহ নেই যে জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ