1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শেওলা স্থলবন্দরের আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে

বানিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৪ মার্চ, ২০২২

১২৪ কোটি টাকা ব্যয়ে সিলেট বিয়ানীবাজার শেওলা স্থলবন্দর আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। এই বছরের শেষ দিকে উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকভাবে স্থলবন্দর চালু হলে সিলেট অঞ্চলের জন্য বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে আমদানি-রফতানিতে রাজস্ব খাতে ব্যাপকভাবে আয় বাড়বে। ব্যবসায়ীদের মতে, বাংলাদেশের অন্যতম দর্শনীয় রূপ নেবে শেওলা স্থলবন্দর।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্টের আওতায় শেওলা স্থলবন্দরে উন্নয়ন কাজ হচ্ছে। ২০১৭ সালে শেওলা শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করা হয়। দীর্ঘ জটিলতার পর প্রস্তাবিত ২২ দশমিক ১০ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষে গত বছরের ১৩ ফেব্রুয়ারি স্থলবন্দরটির আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আধুনিকায়ন প্রকল্পের আওতায় স্থলবন্দরটিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক অফিস ভবন, ওয়্যার হাউস, দুটি ট্রাক টার্মিনাল, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, ট্রেন, টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, পানি সরবরাহ, বৈদ্যুতিকীকরণ, ওয়াচ টাওয়ার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এ ছাড়া স্থলবন্দরের সীমানার মধ্যে থাকা জলাশয়, খাল ও নালাকে লেক ও সুইমিংপুলের আদলে রূপ দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেওলা স্থলবন্দরের উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত অর্ধেকের বেশি পরিমাণ কাজ হয়ে গেছে। চলতি বছরের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষেই আনুষ্ঠানিক উদ্বোধন করা এবং পুরোদমে শুরু হবে স্থলবন্দরের কার্যক্রম। পর্যটনসহ অর্থনৈতিক সব খাতে লাগবে নতুন হাওয়া। দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে শেওলা স্থলবন্দর।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত