1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও শিক্ষাখাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বাংলাদেশ ও যুক্তরাজ্য পরস্পরের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ এমপি এবং দেশটির প্রধানমন্ত্রীর বণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সরকারে সহযোগিতা কামনা করেন।

এসময় রুশনারা আলী যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি শিক্ষাখাতের উন্নয়নে সহায়তায় তার সরকারের আগ্রহের কথা জানান। বহু বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী বলে তিনি প্রধানমন্ত্রীকে অবগত করেন।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ছাটের্টন ডিকসন উপস্থিত ছিলেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ