1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পর্যটক ভ্রমণে বান্দরবানে ফের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। তবে অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থান‌চি উপজেলায় পর্যটক‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’

এর আগে গত ১৭ অক্টোবর রা‌ত থেকে রোয়াংছ‌ড়ি, রুমা, আলীকদম ও থান‌চি উপ‌জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছে বান্দরবান সেনানিবাস রিজিয়ন। এ কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কয়েক দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ