1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রীর ইদ উপহার হিসেবে ঘর পাচ্ছে আরও ১২১৬ পরিবার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

চট্টগ্রামে আরও এক হাজার ২১৬ গৃহহীন-ভূমিহীন পরিবারের জন্য ঘর তৈরি করেছে সরকার। প্রধানমন্ত্রীর ইদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) তাদের কাছে এসব ঘর হস্তান্তর করা হবে।
 
রোববার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
 
জেলা প্রশাসক জানিয়েছেন, চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৮৫টি, কর্ণফুলী উপজেলায় ১০টি, আনোয়ারা উপজেলায় ১৩০টি, বোয়ালখালী উপজেলায় ৪৫টি, চন্দনাইশ উপজেলায় ৬৫টি, সাতকানিয়া উপজেলায় ২৮টি, লোহাগাড়া উপজেলায় ১৪৫টি, বাঁশখালী উপজেলায় ১২০টি, রাঙ্গুনিয়া উপজেলায় ৭০টি, রাউজান উপজেলায় ৫৬টি, হাটহাজারী উপজেলায় ২৪টি, ফটিকছড়ি উপজেলায় ৩৯০টি, সীতাকুণ্ড উপজেলায় ২৮টি, মীরসরাই উপজেলায় ২০টি পরিবারকে দুই শতাংশ জমিসহ নতুন ঘর দেওয়া হবে।
 
সরকারের পক্ষ থেকে চট্টগ্রামে আরও দুই দফায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হয়। প্রথম পর্যায়ে গত বছরের জানুয়ারিতে চট্টগ্রামে ১ হাজার ৪৪৪টি এবং দ্বিতীয় পর্যায়ে একই বছরের জুনে ৬৪৯টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সরকারি অর্থায়নে ঘর তৈরি করে দেওয়া হয়।
 
এছাড়া চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে ১২০টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও তথ্য দিয়েছেন জেলা প্রশাসক।
 
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান, মাসুদ কামাল এবং মোহাম্মদ উল্লাহ মারুফ উপস্থিত ছিলেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ