1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফের রেকর্ড বিদ্যুৎ উৎপাদন!

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

একদিনে বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড ভাঙল। ১৭ এপ্রিল, সোমবার রাতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৩ এপ্রিল, ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বলেন, সোমবার রাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ সময় বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

এর আগে ১১ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। পরদিন ১২ এপ্রিল উৎপাদন হয়েছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। এরপর সেই রেকর্ড ভেঙে ১৩ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন হয় ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ