1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হেফাজতের ‘ইমানি মূল্য’ ৫০ কোটি টাকা

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৩ এপ্রিল, ২০২১

মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। পাশাপাশি ‘আন্দোলন থেকে সরে আসতে’ ৫০ কোটি টাকাও দাবি করেছেন সংগঠনের আরেক নেতা।
গত শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে হেফাজত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
এসময় বাবুনগরী বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোক থাকতে পারবে। কিন্তু নাস্তিকরা পারবে না।’
সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক খারাপের জন্য নাস্তিকদের দায়ী করেছেন তিনি।
বাবুনগরী আরও বলেন, ‘আমরা দেশ, স্বাধীনতা ও সরকারবিরোধী না। আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করি।’
 
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক এনামুল হাসান বলেন, ‘মোদিবিরোধী আন্দোলনে সারাদেশে হেফাজতের ২০ জন নিহত হয়েছেন। সরকারকে তাদের পরিবারকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।’
এ ছাড়াও, আন্দোলনে আহত হেফাজত কর্মীদের চিকিৎসার জন্য সরকারের কাছে আরও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলী আকবর বলেন, ‘মোদিকে খুশি করার জন্য সরকার সারাদেশে লাশ ফেলেছে। উপযুক্ত সময়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ