1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফটিকছড়ি থেকে টিসিবির চুরি হওয়া ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের ফটিকছড়িতে নেজাম নামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে টিসিবির চুরি হওয়া ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই প্রবাসীর বাড়ি খাটের নিচ থেকে এসব তেল উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এ তেল চুরি করা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে ট্রাকচালক ফোন বন্ধ করে দেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ট্রাকচালক নেজামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ফটিকছড়িতে অভিযান চালিয়ে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া সেই সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ জানান, সৌদি প্রবাসী নেজামের বোন জামাই ওসমান গনি একজন তেল ব্যবসায়ী। তিনি চুরি যাওয়া তেল এনে প্রবাসীর বাড়িতে রেখেছিলেন। তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানে ১৫ হাজার ৮২০ লিটার তেল উদ্ধার করা হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ