1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিদেশে গেলে বাংলাদেশিদের আয় বাড়ে ২০০ শতাংশ: বিশ্বব্যাংক

প্রবাস ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

কাজের উদ্দেশ্যে বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন দেশে পাড়ি জমালে তাদের আয় ২০০ শতাংশের বেশি বাড়ে। অন্যদিকে দেশের ভেতরে অন্যত্র পাড়ি দিলে এই আয় বাড়ে ২০ শতাংশ।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে গেলে আয় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, যা ৩০০ শতাংশের বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের পরে মালয়েশিয়ায় আয় বেশি বাড়ে। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যেতে হলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ করতে হয়। আর কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত হলো বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের যে আয় বাড়ে তা দেশে অর্জনের জন্য আরও ৪০ বছর সময় লাগবে।

বাংলাদেশি অদক্ষ শ্রমিকরা বিদেশে কাজে যাওয়ার ফলে তাদের পরিবারের আয় দ্বিগুণ হয়। এ ছাড়া বিদেশে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরত আসা বাংলাদেশিদের দুই-তৃতীয়াংশ উদ্যোক্তা বা উপার্জনের নিজস্ব উদ্যোগ নেয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ