1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ মাসেই বসছে সুপারস্ট্রাকচার। আশুলিয়া-ধেউর উড়াল পথে তোলা হবে গার্ডার। এরপরেই বসানো হবে স্ল্যাব। এ পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৫ শতাংশ।

আশুলিয়া এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, এ মাসেই মূল কাজ অর্থাৎ গার্ডার বসবে এই পথে। এ অংশ আগামী বছরের শুরুতে খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ৪৪ কিলোমিটারের বিরামহীন উড়াল সড়ক।

সরেজমিনে দেখা যায়, ধীরে ধীরে উঁকি দিচ্ছে এক নতুন পথ। পাঁচ হাজার পাইলের মধ্যে বসে গেছে সাড়ে তিন হাজার পাইল। মাথা তুলেছে পাঁচ শতাধিক পিআর। আর পিআর ক্যাপ বসেছে প্রায় ১০০।

এই প্রকল্পের রুট প্ল্যানে রয়েছে আশুলিয়া থেকে ধেউর বর্তমান মূল সড়ক আর থাকছে না। ড্যাপের পরিকল্পনা মেনে উন্মুক্ত করা হবে মূল জলাধার। আর এপাশ ওপাশ যাতায়াতে করা হবে নতুন উড়াল সড়ক। এই অংশটুকু হবে টোল ফ্রি। এই পথ প্রস্তুত হলেই ধরা হবে এ অংশের মূল এক্সপ্রেসওয়ের কাজ। তাই বাকি সব জায়গা থেকে এ প্রান্তে কাজ এগিয়েছে বেশি।

আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. সাহাবুদ্দিন খান বলেন, সুপার স্ট্রাকচারের একটা অংশ গার্ডার এবং গার্ডারের ওপরে শুধু স্ল্যাব বসবে। গার্ডার হয়ে গেলেই আমরা তখন স্ল্যাব বসাবো। স্ল্যাব বসানো মানেই রাস্তার কাজ শুরু হয়ে যাওয়া।

তিনি আরও বলেন, প্রথমে আশুলিয়া-ধেউর এলাকায় আমরা গার্ডার উত্তোলন করবো। সাব-কনট্রাক্টররা চলতি মাসেই এই কাজ করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কাজ ধরার জন্য আগে ৩ কিলোমিটার ও পৌনে ৩ কিলোমিটারের দুটি ব্রিজের কাজ আমরা শেষ করবো।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

সুবর্ণচরে যুবলীগ কর্মীকে মারধরের ঘটনায় ওসি প্রত্যাহার

বায়োব্যাংকের প্রয়োজনীয়তার ওপর শেখ হাসিনার গুরুত্বারোপ

খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

‘এক সপ্তাহে সব দূতাবাসে প্রবাসীদের পেন্ডিং পাসপোর্টের নিষ্পত্তি’

ঐতিহাসিক ৬ ডিসেম্বর : ছাত্র আন্দোলনের গৌরবময় দিন

টিসিবির ফ্যামিলি কার্ডে প্রতি কেজি চাল মিলবে ১৫ টাকায়

রোহিঙ্গা সমস্যার সমাধান বিশ্ব নেতৃবৃন্দকেই করতে হবে 

রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখি যে, এমন কোনো কাজ নেই যা উনি না করে গেছেন : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের সাত পৌরসভায় বিএনপির ভরাডুবি

যুক্তরাষ্ট্র থেকে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স