1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে ২৮৮ সেনা-বিজিপি সদস্য

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অবশেষে মিয়ানমারে ফিরছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা, বর্ডার গার্ড পুলিশ সদস্যসহ ২৮৮ নাগরিক। বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে তাদের বহনকারী একটি ‘টাগবোট’ গভীর সাগরের উদ্দেশ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট ছেড়ে যায়। যেখানে অপেক্ষমান ছিল মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ‘চিন ডুইন’। সেই জাহাজে করেই তাদের নিজ দেশে ফেরার কথা।

এর আগে ভোর সাড়ে ৫ টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে বিজিবির কড়া পাহারায় ২৮৮ জনকে নিয়ে আসা হয় কক্সবাজার শহরে। এসব নাগরিকের প্রত্যাবাসন ঘিরে সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ। জেটিঘাটের পাশে বসানো তাঁবুতে চলে হস্তান্তর প্রক্রিয়া।

এ সময় বাংলাদেশ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্ণেল মিউ থুরা নউং উপস্থিত ছিলেন।

এই জাহাজে করেই গতকাল (বুধবার, ২৪ এপ্রিল) মিয়ানমার থেকে ফিরেছে ১৭৩ বাংলাদেশি নাগরিক।

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন দেশটির সেনা, বর্ডার গার্ড পুলিশসহ ৬১৮ জন নাগরিক। এর মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি নৌপথে ফের পাঠানো হয় ৩৩০ জনকে।


সর্বশেষ - জাতীয় সংবাদ