1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১২ মে, ২০২৩

দক্ষিণ আফ্রিকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত রুবেন ব্রিগেটি অভিযোগ তুলে বলেছেন, ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলেও গোপনে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিকার প্রিটোরিয়ায় একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, গত বছর ডিসেম্বরে কেপটাউনে রাশিয়ান একটি জাহাজে বিপুল পরিমাণে গোলবারুদ ও অস্ত্র বোঝাই করে রাশিয়ায় পাঠানো হয়।

ব্রিগেটির এমন দাবিকে মিথ্যা বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসার। এক বিবৃতিতে তিনি বলেন, যে দাবিগুলো তোলা হচ্ছে, সেসব শুনে আমরা হতাশ। অভিযোগগুলোর বিপরীতে তারা কোনো ধরনের প্রমাণ সরবরাহ করতে পারেনি।

এসময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেদের নিরপেক্ষতার বিষয়টি পুনরায় উল্লেখ করেন তিনি।


সর্বশেষ - জাতীয় সংবাদ