1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইউক্রেন যুদ্ধে আরও ট্যাঙ্ক-সাঁজোয়াযান দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৫ মে, ২০২৩

ইউক্রেনকে কয়েক ডজন হালকা ট্যাঙ্ক ও সাঁজোয়ান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো ব্যবহারের জন্য ইউক্রেনের সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি।

রোববার (১৪ মে) রাতে ফ্রান্স সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই ফ্রান্স সরকার এমন ঘোষণা দিলো। ফ্রান্সের এলিসি প্রাসাদে এক নৈশভোজেও অংশ নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কি এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ট্যাঙ্ক ও সাঁজোয়াযান দিয়ে সজ্জিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে ফ্রান্স।

তাছাড়া রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নজর দেবে ফ্রান্স।

এর আগে জার্মানিতে সফর করেন জেলেনস্কি। চ্যান্সেলর ওলাফ স্কলজ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই ছিল জেলেনস্কির প্রথম জার্মান সফর।

সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ওই ঘোষণার একদিন পরেই জার্মানি সফরে গেলেন জেলেনস্কি। রোববার আরও শেষের দিকে জেলেনস্কিকে সম্মানজনক শার্লেমেন পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ