1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রিয়ালকে হারিয়ে ট্রেবল জয়ের স্বপ্নে ম্যানসিটি

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

এই মৌসুমে ট্রেবল জয়ের কথা কখনও মুখ ফুটে বলেননি পেপ গার্দিওলা। বরং নিজেকে এসব থেকে দূরেই রেখেছেন। যেখানে ইংলিশ ফুটবলে মাত্র একবারই ম্যানচেস্টার ইউনাইটেড এমনটা করতে পেরেছে ১৯৯৯ সালে। সেখানে সিটি কোচের এ ধরনের কথাবার্তা বলা আকাশ-কুসুম কল্পনা। কিন্তু সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিদায় দিয়ে মুখ ফুটে সেই ট্রেবল জয় নিয়ে আশাবাদী মন্তব্য করতে দেখা গেছে তাকে। গার্দিওলা বলেছেন, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে এখন ‘ট্রেবল’জয়ের কল্পনা করতেই পারে সিটি।

দ্বিতীয় লেগ ৪-০ গোলে জেতায় রিয়ালকে দুই লেগ মিলে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সিটি। এখন ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) শিরোপা জিততে তাদের আর তিন ম্যাচ বাকি। সম্ভাবনাময় জায়গায় চলে আসায় সিটি কোচও স্বীকার করেছেন, তার শিষ্যরা ট্রেবল জয়ের কথা ভাবতে শুরু করেছে। তবে সতর্ক সিটি কোচ বলেছেন, ‘আগে আমাদের দুটি শিরোপা জিততে দিন। প্রিমিয়ার লিগে সেটি জয়ের খুব কাছাকাছি। আর একটা ম্যাচ জিতলেই কাজটা সমাপ্ত হবে। তার পর এফএ কাপে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে তার পর ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সঙ্গে খেলা। বলা যায় মৌসুমটা সম্ভাবনাময়। এখন আমাদের শিরোপা উঁচিয়ে ধরতে চেষ্টা করতে হবে। যেহেতু খুব কাছে আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

গার্দিওলা মনে করেন, ‘আমরা সাফল্যের কাছেই আছি। এটা নিয়ে কল্পনা করতে পারি। এখন শুধু প্রতিটি প্রতিযোগিতায় একটি করে ম্যাচ বাকি। আশা করি, আমরা সেটা করতে পারবো।’


সর্বশেষ - জাতীয় সংবাদ