1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চীনে নেতাদের আনুগত্য পরীক্ষায় ‘মাইন্ড-রিডিং এআই’

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৬ জুলাই, ২০২২

নতুন মাইন্ড রিডিং কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করেছে চিন। শাসক দল কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের আনুগত্য যাচাই করতে অভিনব এ আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে দেশটি। মানুষের মনের খবর পড়তে বা বুঝতে পারে এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেম (এআই) উদ্ভাবন করেছে চীনের হেফেই কম্প্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের গবেষকরা।

সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেইজিং টাইমস। সেখানে বলা হয়েছে, সদস্যদের মুখের অভিব্যক্তি ও ব্রেনের তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে এটি একদিকে দলের সদস্যদের চিন্তাভাবনা এবং রাজনৈতিক শিক্ষা যাচাই করবে। অন্যদিকে, নেতাদের চিন্তাভাবনা এবং রাজনৈতিক শিক্ষার উন্নয়ন এবং সমৃদ্ধকরনে প্রকৃত তথ্য সরবরাহ করবে।

এছাড়া এআই সিস্টেম কমিউনিস্ট পার্টির সদস্যদের দলের প্রতি কৃতজ্ঞতা ও আস্থা বাড়ানো, দলীয় নির্দেশ মান্য করা এবং দলকে অনুসরণ করার সংকল্প দৃঢ় করবে। এ গবেষক দলে ৪৩ জন সদস্য অন্তর্ভুক্ত ছিল। চীনে এ প্রযুক্তির ব্যবহার এটিই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে কারখানা কর্মীদের আবেগ-অনূভুতি বোঝার জন্য এরকম একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।


সর্বশেষ - জাতীয় সংবাদ