1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাতক্ষীরার গোলাখালী গ্রামে বাঘের আতঙ্ক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি  : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৩ জুলাই, ২০২২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া গোলাখালী গ্রামবাসীর মধ্যে দেখা দিয়েছে বাঘের আতঙ্ক। বাঘের ভয়ে রাতে তারা ঘর থেকে বের হচ্ছেন না।

স্থানীয়রা বলছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ গোলাখালী গ্রামে চলে আসে। ১৫ মিনিট মতো হাঁটাহাঁটি করে বাঘটি আবার বনে ফিরে যায়।

গোলাখালীর চিংড়ি ঘেরের মালিক রফিকুল ইসলাম জানান, ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এরপর বাঘটি তার চিংড়ি ঘেরের রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকে।

স্থানীয়রা বাঘ দেখে চিৎকার শুরু করে এবং টিনে বাড়ি দিয়ে শব্দ করতে থাকে। এতে বাঘটি আবার বনে চলে যায়।

এই গ্রামের ভোলানাথ মণ্ডল বলেন, ‘বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত। আমরা রাতে ঘর থেকে বের হতে পারছি না।’

এ ঘটনায় সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘বন বিভাগের সহায়তায় স্থানীয় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং কমিউনিটি পেট্রল গ্রুপের (সিপিজি) সদস্যরা সব সময় ঘটনাস্থলে টহল দিচ্ছেন।

‘ওই এলাকায় সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তা ছাড়া গরু-ছাগল যেন বনের দিকে যেতে না পারে সে জন্য গ্রামবাসীকে নির্দেশনা দেয়া হয়েছে। গ্রামটি সুন্দরবন লাগোয়া হওয়ায় মাঝেমধ্যেই সেখানে বাঘের আনাগোনা দেখা যায়।’


সর্বশেষ - জাতীয় সংবাদ