1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যারা আছে খুঁজে বের করা হবে

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে জন্য কাজ চলছে। এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করা হবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যা– সব কিছুর মাস্টার মাইন্ডের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। তাদের খুঁজে বের করতে হবে। ২৫ ফেব্রুয়ারির ঘটনার পেছনে কারা ছিল আমরা জানি। সেদিন ঘটনার কিছুক্ষণ আগে খালেদা জিয়া বাসা থেকে একটি গাড়িতে করে কোনও গাড়িবহর ছাড়াই বের হয়ে যায়। এতে প্রমাণিত, তিনি জানতেন ঘটনা ঘটবে।’

পর্যটনমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহ এবং আমাদের সশস্ত্র বাহিনীর চৌকস অফিসারদের নির্মমভাবে হত্যার ঘটনা এই দেশ ও সারা বিশ্বের জন্য দুঃখজনক। এর জন্য ইতোমধ্যে সরকার কমিটি গঠন করেছে, তদন্ত করেছে। এটি বিচারধীন।’

তিনি আরও বলেন, ‘দুটি মামলা হয়েছে, এগুলো সবই জানেন। বিচারের যে নিয়ম তা পালন করতে হবে। না হলে অন্যদিকে থেকে ক্ষতিগ্রস্ত হবো। আমি যেটি শুনেছি, বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। যারা হত্যাকাণ্ডের শিকার, তাদের পরিবারের পক্ষে থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে দাবি করি, দ্রুত যেন মীমাংসা হয়।’

জড়িতদের কঠোর শাস্তি হবে, যারা যারা জড়িত সবার শাস্তি হবে। এমন ঘটনা যেন আর কখনও বাংলাদেশে না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফারুক খান।


সর্বশেষ - জাতীয় সংবাদ