1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেল সবচেয়ে বড় ও উজ্জল সুপারমুন

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেল সবচেয়ে বড় ও উজ্জল সুপারমুন ‘বাকমুন’কে। চাঁদের ভিন্নরকম এ সৌন্দর্য দেখতে গ্রিক উপকূল থেকে শুরু করে স্পেন, চীনসহ বিভিন্ন দেশের সমুদ্রসৈকতে ভিড় করেন উৎসুকরা।

কক্ষপথে প্রদক্ষিণ করে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন স্বাভাবিকের চেয়ে বড় আকার ধারণ করায় এর নাম হয় সুপারমুন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অপরূপ এক মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী বিশ্ববাসী। গোলাপি আভায় রাঙানো চলতি বছরের বৃহত্তম ও সবচেয়ে উজ্জল চাঁদের রূপ। একে ‘বাকমুন’ও বলা হয়।

২০২২ সালের প্রথম সবচেয়ে বড় সুপারমুন দেখা গেল চীনের আকাশে। পৃথিবী থেকে এ সুপারমুনের দূরত্ব প্রায় ৩ লাখ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। চাঁদের এই সৌন্দর্য সরাসরি উপভোগ করছেন অনেকেই।

গ্রিক উপকূলেও দেখা মিলেছে মনোমুগ্ধকর সুপামুনের দৃশ্যের। বাকমুনের সাক্ষী হয়েছেন স্পেনবাসীও।

সুপারমুন হলো স্বাভাবিকের তুলনায় বড় চাঁদ। কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে একসময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকে ঠিক একে অন্যের বিপরীতে। তখন খালি চোখে চাঁদকে দেখে অনেক বড় মনে হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ