1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এক বাঘাইড়ের দাম সাড়ে ৪৭ হাজার টাকা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ৩৬ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৫৮০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্নেশনা এলাকায় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। প্রকাশ্য নিলামে তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য ওই জেলে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৭৫০ টাকায় কিনে মাছটি আমার আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৭ হাজার ৫৮০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে এক হাজার ৮৩০ টাকা লাভ হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ