1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কৃষকদের আলো দেখাচ্ছে ‘কৃষকের বাতিঘর’

নিজেস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেয়ার নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে এক ঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীদের সংগঠন ‘ছবিঘর’। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন ২০২২ সালে শুরু করেছে কৃষকের বাতিঘর নামে একটি প্রকল্প।

এই উদ্যোগের মাধ্যমে তারা প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে বীজ ও সার। এছাড়া তারা কৃষকদের সঠিক নিয়মে চাষ, সঠিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এর মাধ্যমে ধামরাই ও সাভারের প্রায় দেড় শতাধিক কৃষক সেবা পেয়ে উপকৃত হচ্ছে।

মূলত বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের তথ্যগুলোই প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দেয়ার ভাবনা থেকেই উদ্যোগটি শুরু করা হয় বলে জানিয়েছেন ছবিঘরের অন্যতম সদস্য আসলাম হাওলাদার।

কৃষকের বাতিঘরের অন্যতম উদ্যোক্তা ও ছবিঘরের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ বলেন, বাংলাদেশ সরকার ডিজিটালি তাদের সেবা কৃষকদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু অনেক কৃষক এ ব্যপারগুলো না বোঝায় এই সেবা নিতে পারছে না। তাই আমাদের এই উদ্যোগটির পেছনে মূল উদ্দেশ্য সরকারের এ সেবাটি কৃষকদের কাছে পৌঁছে দেয়া। এছাড়াও যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, ‘পতিত থাকবে না একটি আঙিনাও’; তাই আমরা কৃষকদের পাশাপাশি কৃষাণীদের বীজ ও সার উপহার দিচ্ছি যাতে তারা বাড়ির আঙিনায় সবজি বা ফল চাষ করতে পারে। তাছাড়া কৃষদের সার ব্যবহ্যারের নিয়মের ব্যাপারেও সচেতন করছি আমাদের ‘কৃষকের বাতিঘর’ প্রকল্পের মাধ্যমে। আমরা প্রতিনিয়ত তাদের খবর রাখছি। যেকোনো প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশেই আছি।

উজ্জল সাহা নামে একজন প্রান্তিক কৃষক বলেন, ‘আমরা চাষী মানুষ, চাষ করে খাই। এতো বুঝিও না কেমনে কতটুক সার দেয়া লাগে। তার ওপর দাম যে হারে বাড়ছে এতে চাষ করার জিনিসপাতি কিনাও এহন কঠিন! ভালো ব্যাপার হইলো গিয়া আমরা আইজক্যা বীজ ও সার উপহার পাইছি, এতে অনেক উপকার হইছে।’

রিণা বানু নামে এক কৃষাণী বলেন, ‘আমাগো বাড়ির সামনে ম্যালা (অনেক) খালি জায়গা আছে, কিন্তু তেমনকিছু বোনা (চাষ করা) হয় না। আ্ইজকা যে লাউ বীজ পাইলাম বাড়ির সামনে খালি জায়গায় লাউ গাছ বুনুম!’

ছবিঘরের কৃষকের মাধ্যমে কৃষি প্রশিক্ষণ ও চাষের সার-কীটনাশক পেয়ে বাতিঘর কৃতজ্ঞচিত্তে কৃষক রহমান আলী বলেন, ‘আজকে আমনেগোর এই প্রশিক্ষণ পাইয়া অনেক কিছু জানবার পারলাম। অনেক কিছু জানতাম না যেগুলা আইজকে জানতে পারলাম কৃষকের বাতিঘরের মাধ্যমে, তাই তোমাগো লাইগা রইলো ম্যালা দোয়া!’


সর্বশেষ - জাতীয় সংবাদ