1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাতক্ষীরার ছয়ঘোরিয়া সীমান্ত থেকে ১৯টি স্বর্নের বার জব্দ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরার ছয়ঘোরিয়া সীমান্ত থেকে ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

যার মূল্য আনুমানিক ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে একটি টহলদল সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া মাঠ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার জব্দ করে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।


সর্বশেষ - জাতীয় সংবাদ