1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জাবিতে ‘শেখ রাসেল হল’ সহ নবনির্মিত ৬ হলের নামকরণ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভায় নবনির্মিত ছয়টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। এর মধ্যে ১৭নং হলের নাম রাখা হয়েছে বেগম রোকেয়া হল, ১৮নং হলের নাম ফজিলাতুন্নেসা, ১৯নং হলের নাম বীর প্রতীক তারামন বিবি, ২০নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ, ২১নং হলের নাম শেখ রাসেল ও ২২নং হলের নাম কাজী নজরুল ইসলাম। এছাড়া স্পোর্টিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স।

প্রসঙ্গত, জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুইটি হলে শিক্ষার্থীরা উঠেছেন। বাকিগুলোর কাজ শেষ হলেও শিক্ষার্থী উঠানো হয়নি। এছাড়া স্পোর্টিং কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ