1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা : ২০২১ সালেই নিহত ৪,৭৫২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছে ৪,৭৫২ জন শিশু। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য ব্যবহার করে করা এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) জার্নালে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গবেষণাটি পরিচালনাও করেছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। এএপি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে দেখা গেছে, ২০২১ সালের যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় ৪ হাজার ৭৫২ জন শিশু নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শ বেশি।

গবেষণায় প্রকাশিত তথ্য বলছে, ২০২০ সালে এক বছরে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় ৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছিল। যা আবার ২০১৯ সালের তুলনায় প্রায় ১ হাজার জন বেশি। মূলত ২০২০ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় নিহত হয়েছিল ৩ হাজার ৩৯০ জন শিশু।

বন্দুক সহিংসতায় শিশু মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে আতঙ্কিত শিশু চিকিৎসকেরা। তাদেরই একজন অ্যানি অ্যান্ড্রুস। তিনি বলেন, ‘আমি যখন চিকিৎসক হই তখনো ভাবিনি বিপুলসংখ্যক শিশু গায়ে বুলেটের ক্ষত নিয়ে আসবে এবং আমাকে তাদের চিকিৎসা করতে হবে।’

গবেষণায় আরও দেখা গেছে, বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় যে পরিমাণ কৃষ্ণাঙ্গ শিশু নিহত হয়েছে তার মধ্যে ৬৭ শতাংশই হত্যাকাণ্ডের শিকার। বিপরীতে যত শ্বেতাঙ্গ শিশু নিহত হয়েছে তাদের মধ্যে ৭৮ শতাংশ বন্দুকের সহায়তায় আত্মহত্যা করেছে।

গত বছর শিকাগোর হাইল্যাণ্ড পার্ক গোলাগুলিতে বেঁচে যাওয়া ডা. এমিলি লিবারম্যান আশঙ্কা প্রকাশ করে এনবিসিনিউজকে বলেছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে আইন প্রণয়নে আইনপ্রণেতাদের অনাগ্রহ, আগামী বছরেও শিশু প্রাণহানির সংখ্যা বাড়বে।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

বিশ্ব ইজতেমা টঙ্গি থেকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে – মাওলানা জিয়াউল হাসান

অক্সফোর্ড এস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাক্সিনের আদ্যোপান্ত

পাট থেকে তৈরি হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট ও পলিথিনের বিকল্প পলিব্যাগ

দক্ষিণ আফ্রিকায় পোশাক শিল্পে প্রবাসী বাংলাদেশিদের সফলতা

নতুন সম্ভাবনা : ভোজ্যতেলের বিকল্প হতে পারে ‘গোল্ডেন পেরিলা’

দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় দিল্লিতে এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়াকে পদক দেয়া ব্যক্তি যৌন নিপীড়ণের অভিযোগে গ্রেপ্তার

খাদ্যদ্রব্য উৎপাদন-পরিবহন -মজুত-সরবরাহে অনিয়মে ৫ বছরের জেল

১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে থাকবে ২০ হাজার কর্মী

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ইন্টারপোল সভাপতি