1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ ‘এমভি জেইন’

বাগেরহাট জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইন’।

সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে ওই বাণিজ্যিক জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের সহকারী  ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়।

এগুলোও কার্গো ও লাইটারে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। বাকি ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসে বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে ‘এমভি জেইন’। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।
এর আগে চলতি মাসের প্রথম দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’ নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে। 


সর্বশেষ - জাতীয় সংবাদ