1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ত্রিপুরায় দুই হাজার কেজি ইলিশ রফতানি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উনকোট জেলায় দুই হাজার কেজি ইলিশ রফতানি করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মশিক মোল্লা ও মো. জসিম উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোট জেলার ব্যবসায়ী আবদুল মোহিতের কাছে এসব ইলিশ রফতানি করেন।

রফতানিকারক প্রতিষ্ঠান জানায়, প্রতি কেজি ৮ ডলার মূল্যে মোট দুই হাজার কেজি ইলিশ রফতানি হয়েছে। টাকায় এর মূল্য হচ্ছে ১৫ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। এ বছরে এই প্রথম এপথে ত্রিপুরা রাজ্যে ইলিশ রফতানি হলো।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল ইলিশ রফতানির বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ