1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

টিকিট ছাড়া রেল ভ্রমণ করায় ২৫ যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

টিকিট ছাড়া রেল ভ্রমণের কারণে ২৫ যাত্রীকে টিকিটের মূল্যসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই এ জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে অসীম কুমার তালুকদার বলেন, ‘বুধবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীতে বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে আসছিলাম। এ সময় সিটে বসে না থেকে বিনা টিকিটে ভ্রমণকারী কেউ আছে কি না, তা দেখার চেষ্টা করছিলাম। অভিযান চালিয়ে ২৫ জন যাত্রীকে পাই, যারা কোনো টিকিট কাটেননি, যা আইনত দণ্ডনীয় অপরাধ।’

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ