1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অর্থ কেলেঙ্কারির অভিযোগে টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ না করায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ২৬ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ টুকুর ৯ বছরের সাজার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আদালত।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ১৫ দিন পূর্ণ হয়েছে, কিন্তু টুকু এদিন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি। এজন্য বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। ২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে ফের শুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এ রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। পরে সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর হাইকোর্ট বিভাগে আপিলের পুনঃশুনানি শুরু হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগের ‘সদস্য’ হলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু-বাংলাদেশকে জানাতে ‘মানিক মিয়া’ আসছেন!

এএফপিতে বিতর্কিত ফ্যাক্টচেকার কদরুদ্দিনের প্রশ্নবিদ্ধ ফ্যাক্টচেক

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ধার নিই, হাত পাতি না : শেখ হাসিনা

সারে ভর্তুকি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘নোংরা পরিকল্পনায়’ মেসিরা : ক্রোয়েশিয়ার ক্রীড়া পত্রিকা ‘স্পোর্তসকে নভোস্তি’

মওদুদ বাংলাদেশের কিছু গোপন তথ্য পাচার করেছিলেন : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৯৬ হাজার মেট্রিক টন

বৈদেশিক ঋণ পরিশোধে সফল বাংলাদেশ : ইতিবাচক উন্নয়ন সহযোগীরা

১৬ ফেব্রুয়ারি পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী